সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

দেশকে ‘মেধাশূন্য’ করার জঘন্য নীল নকশা ছিল পাকিস্তানের - প্রধান উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক | বালেরখবর.কম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতির সামনে এক কঠিন সত্য আবারও তুলে ধরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় তান্ডব চালিয়েছিল, তার মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি সরাসরি মন্তব্য করেছেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, পাকিস্তানি হানাদার বাহিনী কেবল হত্যা করার জন্যই হত্যা করেনি, তাদের এই গণহত্যার পেছনে ছিল সুদূরপ্রসারী এক ষড়যন্ত্র। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এর মূল লক্ষ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে ‘মেধাশূন্য’ করা, যাতে এই জাতি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে।

সংবাদমাধ্যম এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, ড. ইউনূস উল্লেখ করেছেন—যখন পাকিস্তানি বাহিনী বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখনই তারা এই পোড়ামাটি নীতি গ্রহণ করে। তারা বেছে বেছে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এটি ছিল বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক পৈশাচিক প্রয়াস।
শহীদদের আত্মত্যাগ ও আজকের বাংলাদেশ
প্রধান উপদেষ্টা তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মরণ করিয়ে দেন, বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তা ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রজন্মকে এবং সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা একমত পোষণ করে বলছেন, ১৪ ডিসেম্বরের সেই ক্ষত আজও বাঙালির হৃদয়ে দগদগে। নতুন বাংলাদেশে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার মুখে ইতিহাসের এই নিষ্ঠুর সত্যের পুনরাবৃত্তি তরুণ প্রজন্মকে আবারও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করবে বলে মনে করছেন অনেকে।

হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে চাইলেও, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ আজ আমাদের পথ দেখাচ্ছে। প্রধান উপদেষ্টার এই বার্তা যেন আবারও সেই শপথ নেওয়ারই আহ্বান—শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
বালেরখবর.কম-এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও এমন সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন!


শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন