আমাদের সম্পর্কে: বালের খবর (Baler Khobor)
সত্য মিথ্যা মিলিয়ে, সব খবর হাসি দিয়ে।
আমরা কারা?
আমরা হলাম একদল 'বাল গবেষক'—যারা খবরের ভিড়ে মাথা চুলকে বের করে আনি সেই খবরগুলো, যা শুনলে আপনার মনে হতে পারে: **"এও কি কোনো খবর হলো?"** হ্যাঁ, এটাই আমাদের স্পেশালিটি!
যখন সব মিডিয়া সিরিয়াস, আমরা তখন কমোডের ওপর বসে ভাবি, "আজকে আর কী আজব জিনিস ঘটল?" আমরা বিশ্বাস করি, জীবন যখন বাঁকা, তখন খবরকেও একটু বাঁকানো দরকার।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
- **প্রধান লক্ষ্য:** আপনার দুশ্চিন্তা দূর করে মুখে এক চিলতে হাসি ফোটানো। সিরিয়াস হতে সবাই পারে, মজার হওয়াটাই আর্ট!
- **উদ্দেশ্য ১:** বিশ্বের সবথেকে গুরুত্বহীন খবরগুলোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া। যেমন: পাড়ার অমুক কাকুর হঠাৎ চুল গজানোর রহস্য!
- **উদ্দেশ্য ২:** বোরিং খবরের মাঝখানে একটা কৌতুকের বোমা ফাটানো।
- **নীতি:** আমরা কোনো খবর চুরি করি না। আমরা বরং খবরকে অপহরণ করে তাকে মজার সাজে সাজিয়ে দিই।
আমাদের 'অসাধ্য' সাধনকারী টিম
১. প্রধান সম্পাদক: বালের 'কমনসেন্স'
**পদবি:** সবকিছুতে বালি দেওয়া বিশেষজ্ঞ।
**বিশেষত্ব:** তিনি বিশ্বাস করেন, পৃথিবীতে গুরুত্বপূর্ণ কিছু নেই, সবই বালের মতো ক্ষণস্থায়ী। তাই সব খবরকে হালকা চালে নেন।
২. সিনিয়র রিপোর্টার: মিস 'ফেসবুক জ্ঞান'
**পদবি:** গুজবের ডিকশনারি।
**বিশেষত্ব:** তিনি ঘুম থেকে উঠে প্রথমে দশটা ফেসবুক গ্রুপে ঘুরে আসেন। তার কাছে "সূত্র"-এর অর্থ হলো, "কাল রাতে স্বপ্নে দেখেছি।"
৩. আবহাওয়া বিশেষজ্ঞ: মিস্টার 'হঠাৎ বৃষ্টি'
**পদবি:** মেঘ দেখলেই কবিতা লেখেন।
**বিশেষত্ব:** তার দেওয়া সব পূর্বাভাস ভুল প্রমাণ হওয়া সত্ত্বেও তিনি এখনো সসম্মানে বহাল তবিয়তে আছেন।
বিশেষ সতর্কবার্তা (Disclaime):
এই পত্রিকার সব খবরই (প্রায়) হাস্যরসাত্মক ও কাল্পনিক। আপনি যদি এখানে কোনো সিরিয়াস খবর খুঁজে পান, তাহলে ধরে নেবেন সেটা প্রিন্টিং মিস্টেক। দয়া করে কোনো খবরকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না, জীবনটা এমনিতেই যথেষ্ট নাটকীয়।
আপনাদের হাসানোই আমাদের একমাত্র দায়িত্ব। হাসতে থাকুন, আর বালের খবর পড়তে থাকুন!