রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বাউল সমর্থকদের ওপর 'তৌহিদী জনতা'র হামলা, আহত একাধিক!



বালেরখবর.কম: মানিকগঞ্জ থেকে, ২৩ নভেম্বর, ২০২৫।
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি ও শাস্তির দাবিতে আয়োজিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হলো। আজ রবিবার সকালে বাউল সরকারের ভক্ত ও অনুসারীদের ওপর হামলা চালায় 'তৌহিদী জনতা'র একটি অংশ। এই অতর্কিত হামলায় বাউল পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বাউল-ভক্তদের ওপর ধাওয়া-পাল্টা ধাওয়া
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ ওঠে। এরপর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘তৌহিদী জনতা ও আলেম-ওলামারা’ আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
অন্যদিকে, কারাবন্দি বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তার ভক্ত-অনুসারীরা শহরের শহীদ মিনারের দক্ষিণ পাশে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। তৌহিদী জনতা তাদের সমাবেশ শেষে মিছিল নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। মিছিলের একদল লোক হঠাৎ করে বাউল-ভক্তদের ওপর চড়াও হয় এবং ধাওয়া দেয়।
জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ!
প্রত্যক্ষদর্শীরা জানান, তৌহিদী জনতার আকস্মিক ধাওয়ার মুখে পড়ে বাউল সরকারের বেশ কয়েকজন ভক্ত প্রাণ বাঁচাতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পেছনের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। হামলার শিকার অন্তত তিনজন বাউল ভক্ত— আব্দুল আলিম, আরিফুল ইসলাম এবং জহিরুল ইসলাম আহত হন। তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামে এক মাদ্রাসা শিক্ষকও আহত হন।
পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকায় আগেই আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে এই হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাউলদের প্রতি আক্রমণ: এক দীর্ঘদিনের ধারা
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনে হামলা এবং এর আগে তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনা বাংলাদেশে বাউল, পালাকার ও বয়াতিদের ওপর চলমান দমন-পীড়নের নতুন উদাহরণ। এর আগেও ২০২০ সালে বাউলশিল্পী রিতা দেওয়ান এবং শরিয়ত সরকার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন সময় গান ও মেলার আসর বন্ধ করে দেওয়া বা হামলার ঘটনা বাউল সংস্কৃতির ওপর চরম আঘাত হিসেবে দেখছেন অনেকে।
অনেকের প্রশ্ন, ভিন্নমত বা লোকায়ত সংগীত চর্চায় নিমগ্ন এই ঐতিহ্যবাহী ধারার শিল্পীরা কেন বারবার একটি গোষ্ঠীর টার্গেটে পরিণত হচ্ছেন। এই ধরনের হামলা কি দেশের সংস্কৃতির উদার ও বহুত্ববাদী দিকটির প্রতি সরাসরি চ্যালেঞ্জ নয়?

শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন