বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: ঢাবি'র অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। তবে এবার আন্দোলন নতুন। নিজেদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চেয়েছেন তারা। সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেছেন, "আমরাও উচ্চশিক্ষার জন্য একটা নিজস্ব প্ল্যাটফর্ম চাই। ঢাবি কর্তৃপক্ষ আমাদের ঠিকমতো গুরুত্ব দেয় না। সময় মতো পরীক্ষা হয় না, ফলাফল প্রকাশে বিলম্ব হয়। আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।" আন্দোলনের এই নতুন ধাপে শিক্ষার্থীরা ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, "আমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার জন্য দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।" অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন। এদিকে তাদেরই শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। শিক্ষকরা বলছেন, "ঐতিহ্যবাহী এই কলেজগুলোর স্বাতন্ত্র্য নষ্ট করে একটি নতুন হাইব্রিড বিশ্ববিদ্যালয় করা ঠিক হবে না। এতে কলেজগুলোর প্রশাসনিক এবং আর্থিক কাঠামো বদলে যাবে।" এই দ্বন্দ্বে শিক্ষার্থীরা বলছেন, "২০১৭ সাল থেকে শিক্ষকরা আমাদের পাশে ছিলেন না। এখন আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছেন।" তারা আরও অভিযোগ করে বলেন, "আন্দোলনে অংশ নিলে আমাদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।" এখন দেখার পালা, এই লড়াইয়ে কে জেতে—শিক্ষার্থীরা নাকি শিক্ষকরা? নাকি আবার কোনো তৃতীয় পক্ষ এসে সব সমস্যার সমাধান করে দেবে, যেমনটা অতীতে হয়েছে? এই ব্যাপারে আরও খবর পাওয়া গেলে আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত, চোখ রাখুন Baler Khobor-এর পাতায়।

শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন