**ঢাকা, ২২শে সেপ্টেম্বর, ২০২৫:** অবশেষে অপেক্ষার অবসান! শত জল্পনা-কল্পনার পর মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'র (NASA) সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশের 'বুমেরাং ফুটবল ফেডারেশন' (BFF) ঘোষণা দিয়েছে যে আগামী পূর্ণিমার রাতে চাঁদে অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক ফুটবল ম্যাচ। এই ম্যাচে অংশ নেবে বাংলাদেশের সর্বকালের সেরা দুই দল—'রকেট ইউনাইটেড' এবং 'মহাকাশ স্টার্স'।
শহরের পাড়ার মাঠগুলো যেখানে রোজ বিকেলে গমগম করত, সেখানে আজ শুনশান নীরবতা। কারণ একটাই, শহরের সব ফুটবলপ্রেমী এখন টিভির সামনে, ইউটিউব লাইভে অথবা দূরবীন হাতে ছাদে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মহাজাগতিক মুহূর্তটির জন্য, যখন ফুটবল গোল হবে মহাকর্ষের (gravity) বাইরে!
আমাদের রিপোর্টার শমসের আলী সরাসরি পল্টন মাঠ থেকে জানাচ্ছেন, "মাঠে একটিও মানুষ নেই! গোলপোস্টের জালগুলো ঝিমিয়ে আছে। যেন তারা নিজেরাই হতাশ। শুধু আমি একা এখানে দাঁড়িয়ে মাছি তাড়াচ্ছি।"
অন্যদিকে, রকেট ইউনাইটেডের কোচ কাসেম আলী উত্তেজিত হয়ে বলেছেন, "ভাই, এই ম্যাচ আমাদের জন্য স্বপ্নের চেয়েও বেশি। চাঁদে গোল দিয়ে গোল উদযাপনের সময় আমরা শূন্যে লাফ দেব, তারপর আর নামব না! ভাবতেই ভালো লাগছে। তবে একটাই সমস্যা, বলটা গোলপোস্টের ভেতরে ঢোকাতে গেলে যদি আবার মহাশূন্যে ভেসে যায়?"
অন্যদিকে, মহাকাশ স্টার্স দলের গোলকিপার বিল্লাল বলেন, "আমার তো ভয় করছে! চাঁদে তো আর ঘাস নেই, ধূলোর ওপর খেলতে হবে। আর সবচেয়ে বড় কথা, শট মারলে যদি বল আবার পৃথিবী পর্যন্ত চলে আসে? তখন তো আর বল ফেরত পাব না, খেলা শেষ!""
তবে এই আয়োজন নিয়ে কিছু বিজ্ঞানীর কপালে চিন্তার ভাঁজ। মহাকাশ বিজ্ঞানী ড. ফজলুল হক বলেন, "এটা খুব ঝুঁকিপূর্ণ। গোলকিপার যদি ভুল করে একটি শট আকাশে মারে, সেটা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। তখন সেই বল খুঁজে বের করতে মহাকাশযান পাঠাতে হবে!"
তবে এসবের কোনো পাত্তা নেই সাধারণ মানুষের মধ্যে। তাদের একটাই চিন্তা, কীভাবে চাঁদে গিয়ে খেলার টিকিট পাওয়া যায়! সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, "টিকিট কি চাঁদে গিয়ে কিনতে হবে নাকি অনলাইন বুকিং দিলেই হবে? চাঁদ তো আর কলাবাগান মাঠ না যে হেঁটে চলে গেলাম!"
এভাবেই হাস্যরস আর উত্তেজনা নিয়ে এগিয়ে চলছে ইতিহাসের পাতায় নাম লেখানোর এই মহাজাগতিক ফুটবল ম্যাচ। আমাদের রিপোর্টার শমসের আলী জানান, "পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত আমি এখানেই মাছি তাড়াচ্ছি!"
আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টিভির সামনে বসে চাঁদ দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করুন।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
Author: Baler Khabor
বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।
0 coment rios:
আপনার মতামত দিন