রবিবার, ২৬ মার্চ, ২০২৩

টিকটকার অপু ভাই সিনেমা করতে চায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট এর সঙ্গে

বালের খবর সংবাদ সম্মেলনে টিকটকার অপু ভাই জানান, ক্যাটরিনা কাইফ ও আলিয়ার সঙ্গে সিনেমা করতে ইচ্ছা আছে, যদি বালের খবরের মাধ্যমে কখনো আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে জানানো যায় তবে অপু ভাইয়ের ইচ্ছা পূরণ হবে বলে জানান।

কিন্তু ভাবার বিষয় হল একটাই বালের অপু ভাইয়ের সঙ্গে কি ক্যাটরিনা কাইফ আলিয়া ভাট সিনেমা করবে। 
সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। 

শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন