🔥 ব্রেকিং ফানি নিউজ 🔥
✈️ সিলেট-লন্ডন ফ্লাইট: মনিটর ভাঙা নিয়ে বিমানজুড়ে তুলকালাম! যাত্রীর দাবি—"মুভি শেষ হচ্ছিল না!"
সিলেট বিমানবন্দর: লন্ডনগামী একটি বিমানের অভ্যন্তরে গতকাল রাতে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল! উড়ান শুরুর কিছুক্ষণ পরই এক অতি-উত্তেজিত যাত্রী তার সিটের সামনের ইন-ফ্লাইট মনিটরে সপাটে এক ঘুষি মেরে সেটি ভেঙ্গে দেন, যা দেখে বাকি যাত্রীরা প্রথমে থতমত খেয়ে গেলে।
সূত্র মারফত জানা যায়, সিলেট থেকে লন্ডন-গামী ভিআইপি যাত্রীর আসনে বসেছিলেন (আনুমানিক ৪০)। অভিযোগ, তিনি নাকি একটার পর একটা সিনেমা দেখতে শুরু করেন। সমস্যার শুরু হয় একটি অতি-দীর্ঘ ঐতিহাসিক প্রেমের সিনেমা চলাকালীন।
কেবিন ক্রুর কাছে সরল স্বীকারোক্তি: "আরে ভাই, রাত তখন গভীর। ঘুম পাচ্ছিল, কিন্তু মুভিটা শেষই হচ্ছিল না! নায়িকা আর নায়কের 'কবে মিলন হবে'—এই টেনশনে আমি ঘামছিলাম। বিরক্ত হয়ে ভাবলাম—শেষই যদি না হয়, তাহলে দেখার পাটটাই চুকিয়ে দেই! তাই এক ঘুষি মেরে সব 'অন্ধকার' করে দিলাম।"
এই ঘটনায় বিমানের অন্যান্য যাত্রী হাসতে হাসতে গড়িয়ে পড়েন। একজন সহযাত্রী মন্তব্য করেন, "ভাইয়ের মনে হয় দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা সইছিল না। মনিটর না, উনি আসলে মুভিটার কপাল ভেঙে দিয়েছেন!"
তবে শেষমেশ বিমান কর্তৃপক্ষ 'কড়া মেজাজের সিনেমার দর্শক' হিসেবে সতর্ক করে দেন এবং মনিটর ভাঙার জন্য ক্ষতিপূরণের বিল ধরিয়ে দেন। ফটিক সাহেব এখন ভাবছেন—লন্ডনে গিয়ে নতুন সিনেমা দেখবেন, নাকি সরাসরি কোরবানি নাটকের পর্ব শুরু করবেন।
বিমান কর্তৃপক্ষ অবশ্য পরে নিশ্চিত করেছেন—অন্যান্য মনিটর ঠিকঠাক কাজ করছে এবং ভাঙা মনিটরের কারণে মেজাজ ছাড়া আর কারো ঘুমের ব্যাঘাত ঘটেনি।
0 coment rios:
আপনার মতামত দিন