বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রাতে প্রেমিকাকে দেখতে গিয়ে ‘বিচি‘ রেখে পলাতক যুবক

 নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে ঘটেছে এক “অতুলনীয় প্রেমিক কাণ্ড”! স্থানীয় সূত্রে জানা গেছে, এক তরুণ রাতে চুপিসারে তার প্রেমিকাকে দেখতে যায়। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন মেয়েটির বাবা হঠাৎ ঘরে ঢুকে পড়ে! 


ভয়ে কাঁপতে কাঁপতে প্রেমিক দরজা দিয়ে নয়, জানালা দিয়ে পালিয়ে যায়, কিন্তু রয়ে যায় তার “বিচি” (ইয়াবা )।

ঘটনার পর মেয়ের বাবা সেই বিচিটা উদ্ধার করে স্থানীয় বাজারে প্রদর্শনের ঘোষণা দেন, “এই বিচির মালিক সামনে না এলে থানায় দেব!”

এদিকে এলাকায় এখন গরম আলোচনা “বিচির মালিক কে?” কেউ বলছে তপন, কেউ বলছে, স্বপন, আবার কেউ বলছে “প্রেমের জন্য বিচি ফেলে যাওয়া এখন নতুন ট্রেন্ড!” 

প্রেমিকা বর্তমানে নাকি কাঁদছে—"সে বিচি না, ওটা তো আমার ভালোবাসার স্মৃতি!" 

পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা প্রেমিককে নয়, বিচি খুঁজছি, কারণ সেখানেই সূত্র আছে।”

শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন