ক্রিকেটে ভারতের কাছে হারলেও, এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন এখনও বেঁচে আছে বাংলাদেশের। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের পর শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। অন্যদিকে ভারত ফাইনাল নিশ্চিত করেছে। তাই ফাইনালের বাকি একটি টিকিটের জন্য আজ পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে।
এই ম্যাচটি এখন কার্যত একটি সেমিফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, সেই দলই রোববার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
সুপার ফোর পর্বে বাংলাদেশ ও পাকিস্তান উভয়েই শ্রীলঙ্কাকে হারিয়েছে। ভারত দুই ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেয়েছে, আর শ্রীলঙ্কা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান, তাই আজকের ম্যাচটি 'ডু অর ডাই' ম্যাচ।
ইতিহাস বলছে, এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি। ২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল। সেবারের মতো এবারও একই সমীকরণ—যে দল জিতবে, তারাই ফাইনালে যাবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স মিশ্র হলেও, দলের ক্রিকেটাররা আশাবাদী। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বিশ্বাস করেন, পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনালে যাবেন। অন্যদিকে পাকিস্তানেরও লক্ষ্য জয়, যেন তারা ভারতের সাথে আরও একবার ফাইনাল খেলার সুযোগ পায়।
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশের সামনে এখন এক ঐতিহাসিক সুযোগ, যা কাজে লাগাতে পারলে ফাইনালের মঞ্চে দেখা যাবে টাইগারদের।
0 coment rios:
আপনার মতামত দিন