রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ফেরার পথে 'প্রান' গেলো বাংলাদেশ ক্রিকেট দলের

ভূমিকা: হারের পর এক নিদারুণ অভিজ্ঞতা

বিদেশ বিভুঁইয়ে একটা টুর্নামেন্ট শেষ করে আমাদের টাইগাররা দেশে ফিরছিলেন। এবারের সফরটা এমন ছিল যে, "হারার তো হারলামই, কিন্তু কেন যে হারলাম, তা নিজেরাই বুঝলাম না" – এই টাইপের একটা অনুভূতি সবার মনে দাপাদাপি করছিল। বিমানবন্দরে নেমেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য!



বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় এক সাংবাদিক বাবাজী অধিনায়ককে ধরতেই প্রশ্ন করলেন, "স্যার, দলের 'প্রাণ' নেই কেন?"

অধিনায়ক মুখটা করুণ করে বললেন, "ভাই, 'প্রাণ' তো কবেই চলে গেছে! গত কয়েকটি ম্যাচে ব্যাটসম্যানদের 'প্রাণ' ছিল না, তাই স্কোরবোর্ডে 'প্রাণ' আসছিল না। বোলারদের 'প্রাণ' ছটফট করছিল, কিন্তু শেষের দিকে আর ধরে রাখতে পারল না। আর ফিল্ডিংয়ে তো 'প্রাণ' খুঁজেই পাওয়া যায়নি! দেশের মানুষ এখন আমাদের 'প্রাণহীন' খেলা দেখে অভ্যস্ত। আসলে, আমরা এত বেশি 'প্রাণ' দিয়ে খেলতে চেয়েছিলাম যে, সব 'প্রাণ' একবারে নিঃশেষ হয়ে গেছে! এখন শুধু শুঁটকি মাছের মতো প্রাণহীন দেহগুলো দেশে ফিরে আসছে, যাতে আবার নতুন করে 'প্রাণ' ভরে নেওয়া যায়!"

কোচ সাহেব নাকি বিমানবন্দরে নেমে সোজা বাসের ছাদে উঠে "হায় হায়! কী করিলি তোরা!" বলে একটা চিৎকার দিতে যাচ্ছিলেন, কিন্তু সিকিউরিটির লোকজনের ভয়ে আর সাহস পেলেন না।


আমাদের এক সিনিয়র রিপোর্টার ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, টিম হোটেলের আশেপাশে চায়ের দোকানগুলোতে নাকি অন্যরকম আলোচনা চলছে। একজন আক্ষেপ করে বলছিলেন, "আহা রে! এদের খেলতে দেখলে মনে হয় যেন, কোরবানির হাটের আগে গরু হাটে নিয়ে যাওয়ার সময় কেমন একটা উদাসীন ভাব থাকে, ঠিক তেমন!" আরেকজন মশকরা করে বললেন, "নেক্সট ম্যাচে টস জেতার পর অধিনায়ক যেন বলে, 'আমরা প্রথমে মাথা গরম করবো, তারপর বাকিটা এমনিতেই হয়ে যাবে!'"

জানা গেছে, বিসিবি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে, টিমের প্রতিটি খেলোয়াড়ের জন্য একজন করে 'মোটিভেশনাল ফুচকাওয়ালা' নিয়োগ করা হবে। কারণ, ফুচকাওয়ালার মুখের কথা নাকি এই দলের খেলোয়াড়দের মনে 'প্রাণ' জাগাতে পারবে!


সেই 'প্রাণ'-এর অপেক্ষায় রইলাম! এই ছিল 'বালের খবর'-এর আজকের পরিবেশনা। সবাই ভালো থাকবেন, এবং দেশের খেলা দেখেও হাসি-খুশি থাকবেন!

— 'বালের খবর', সব খবর একটু ভিন্নভাবে!


শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন