শুভ সন্ধ্যা! "বালের খবর"-এ আপনাদের স্বাগত। আমি আপনাদের হোস্ট, মন্টু। আজ এমন এক খবরের সাথে আপনাদের পরিচয় করাবো, যা শুনে হাসতে হাসতে আপনার পাজরের হাড় ভেঙে গেলেও, আমরা কিন্তু কোনো দায় নেব না!
সম্প্রতি আমাদের শহরজুড়ে একটাই আলোচনা, একটাই গুঞ্জন, যা কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে - আমাদের সকলের প্রিয় 'পারফেক্ট' সুন্দরী, অভিনেত্রী পরিমেনি, মা হতে চলেছেন! খবরটি নিঃসন্দেহে আনন্দের। মিষ্টিমুখ করার কথা। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়!
আমরা সবাই জানি, পরিমেনি হলেন 'সিঙ্গেল মাদার'-এর কনসেপ্টকে চ্যালেঞ্জ জানানো এক 'স্বাধীনচেতা' নারী। তাঁর জীবনের বাঁকে বাঁকে রহস্য। আর এবার সেই রহস্য আরও ঘনীভূত হল!
রহস্যজনক 'ফাদার-ফিগার'
গতকাল, শহরের এক নামকরা পাঁচতারা হাসপাতালের কফি শপে, পরিমেনিকে দেখা গেল এক সাংবাদিকের সঙ্গে। সাংবাদিক জানতে চাইলেন, "অভিনন্দন! মা হওয়ার খবরটি খুবই আনন্দের! তবে এই সুখবরে, বাবার ভূমিকাটি কে পালন করছেন? কে সেই ভাগ্যবান?"
পরিমেনি মিষ্টি হেসে উত্তর দিলেন, "দেখুন, এই বিষয়ে আমি এখন 'নো কমেন্টস' বলতে পারি। বাবা কে, সেটা এখনও 'প্রযোজকের হাতে থাকা স্ক্রিপ্ট'-এর মতো গোপন। এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। হয়তো আগামী বছর 'ফাদার্স ডে'-এর সারপ্রাইজ হিসেবে তিনি আত্মপ্রকাশ করবেন!"
এরপরই শুরু হলো আমাদের "বালের খবর"-এর স্পেশাল অনুসন্ধানী রিপোর্ট। আমাদের নিজস্ব 'গুগল-ফেসবুক-ইনস্টাগ্রাম-চায়ের দোকান' গবেষণা বিভাগ রাতভর খেটে কিছু সম্ভাব্য 'বাবা'র তালিকা তৈরি করেছে:
১. সেই পুরোনো প্রেমিক: যিনি নাকি একবার বিরহের গান গেয়ে পুরো শহরকে কাঁদিয়েছিলেন। কিন্তু তাঁর ফোন বন্ধ। সম্ভবত, তিনি এখন 'বাবা'র দায়িত্বের ভয়ে হিমালয়ের দিকে 'মোবাইল নেটওয়ার্কের বাইরে' চলে গেছেন।
২. 'ফ্যান-বয়' প্রযোজক: শোনা যাচ্ছে, এই প্রযোজক নাকি পরিমেনির জন্য তাঁর শেষ সম্বলটুকুও বাজি রাখতে রাজি! এখন তিনি বাবা হওয়ার 'লটারির টিকিট' পেয়েছেন কিনা, তা জানতে তাঁর অফিসের সামনে সাংবাদিকদের ভিড়। তবে অফিস এখন তালাবন্ধ। কারণ, 'লটারি জেতার আনন্দ' সামলাতে না পেরে তিনি নাকি অজ্ঞান!
৩. এক রহস্যময় 'বিদেশী বন্ধু': যার নাকি পাসপোর্ট দেখে বোঝার উপায় নেই, তিনি কোন গ্রহের বাসিন্দা! তাঁর সাথে পরিমেনির একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় তিনি পরিমেনিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন। এই আইসক্রিম খাওয়ানোই এখন 'বাবার প্রমাণ' হিসেবে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।
আমরা মনে করি, পরিমেনি হয়তো চাইছেন না তাঁর সন্তানের জন্ম হোক কোনো 'সাধারণ' বাবা-মায়ের পরিচয়ে। তিনি সম্ভবত চাইছেন তাঁর সন্তানের জন্ম হোক 'স্বাধীন বাবা-মা'-এর কনসেপ্টের এক নতুন দিগন্ত হিসেবে। অথবা, হতে পারে বাবা এতই 'হাই প্রোফাইল' যে, তাঁর পরিচয় ফাঁস হলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমে যেতে পারে!
পরিমেনির এই পদক্ষেপ দেখে এখন পাড়ার 'কাকু-কাকিমা'রা বলাবলি করছেন, "আহা! এমন সুন্দর মেয়ে! জীবনটা একেবারে 'নেটফ্লিক্স সিরিজ'-এর মতো করে দিল! পরের এপিসোডে কী হবে, সেই অপেক্ষায় রইলাম!"
তো বন্ধুরা, আপাতত আমাদের সকলের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা চোখ রাখুন "বালের খবর"-এ। পরিমেনির সন্তানের বাবার নাম যখনই জানা যাবে, আমরা সর্বপ্রথম আপনাদের জানাবো। ততদিন পর্যন্ত, আপনারা কফি খান, পপকর্ন খান, আর ভাবতে থাকুন - বাবা কে?
আজ এই পর্যন্তই! ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন - খবর সবসময় 'বালের খবর' থেকেই আসে! শুভরাত্রি!
0 coment rios:
আপনার মতামত দিন