সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এই আই দিয়ে ছবি তৈরি, ব্ল্যাকমেইল করে ভাইয়ের আত্মহত্যা!

বালেরখবর.কমের এক্সক্লুসিভ: এআই-এর শিকার, ব্ল্যাকমেইল করে ভাইয়ের আত্মহত্যা!

সাম্প্রতিক সময়ে এক ভয়ংকর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রযুক্তির অপব্যবহার যে কত মারাত্মক হতে পারে, তারই জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। শিরোনাম দেখেই হয়তো আপনারা আঁতকে উঠেছেন, কিন্তু এটাই হলো নির্মম বাস্তবতা।



সূত্রের খবর অনুযায়ী, এক যুবকের বোনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে জাল-ছবি (Deepfake)। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তার বোনের আপত্তিকর ছবি তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরপর সেই ছবি ব্যবহার করে শুরু হয় ভয়ংকর ব্ল্যাকমেইল চক্রের কাজ।

জানা গেছে, ব্ল্যাকমেলাররা ওই যুবককে লাগাতার হুমকি দিচ্ছিল। তাদের দাবি ছিল— বিপুল অঙ্কের টাকা দিতে হবে, না হলে তারা সেই বিকৃত ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। পরিবারের সম্মান, বোনের ভবিষ্যৎ— সব হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল ওই যুবক।

বারবার ব্ল্যাকমেইলারদের চাপ, আর সেই সঙ্গে পরিবারের সম্মান রক্ষার তীব্র দুশ্চিন্তা— এই দ্বন্দ্বে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত এক মর্মান্তিক সিদ্ধান্ত নেন তিনি। মানসিক চাপ আর হতাশা সইতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ।

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তার অপব্যবহারের ক্ষেত্রও তত বাড়ছে। বিশেষ করে 'ডিপফেক' প্রযুক্তি এখন এক মারাত্মক হাতিয়ারে পরিণত হয়েছে। এটি ব্যবহার করে যে কারো মুখ বা শরীর ব্যবহার করে মিথ্যা এবং আপত্তিকর ভিডিও বা ছবি তৈরি করা সম্ভব, যা দেখে আসল না নকল, তা বোঝা প্রায় অসম্ভব।

পাঠকদের প্রতি বালেরখবর.কমের বার্তা:

এই ধরনের ব্ল্যাকমেইল চক্রের শিকার হলে ভয় না পেয়ে সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান। চুপ করে থাকলে সমস্যা আরও বাড়বে। মনে রাখবেন, তারা যে ছবি বা ভিডিও দেখাচ্ছে, তা হয়তো সম্পূর্ণ বানোয়াট। পরিবারের সম্মান রক্ষার চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রযুক্তি ব্যবহার করে ব্ল্যাকমেইলকারী চক্রটিকে ধরার চেষ্টা চলছে। আমরা আশা করব, দ্রুত এই জঘন্য অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই ছিল আজকের বালেরখবর.কমের সর্বশেষ খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে।



শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন