বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

লায়লার ঠোঁটে মামুনের ‘চুমু বোমা’, তোলপাড় পুরো পাড়ায়!


বালের খবর ডট কম, 

বিশেষ প্রতিবেদক: খলিল ব্যাপারী



শুভ সন্ধ্যা, বালের খবরের দর্শক এবং শ্রোতা! আপনাদের সাথে আছি আমি, খলিল ব্যাপারী। আজকের সবচেয়ে তাজা খবর নিয়ে হাজির হয়েছি। খবরটা যত না উত্তেজনার, তার চেয়ে বেশি হাসির। আমাদের প্রিয় মামুনের জীবনে ঘটেছে এক মারাত্মক দুর্ঘটনা। সে নাকি লায়লাকে জোর করে চুমু খেয়েছে! হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে ব্যাপারটা ঠিক যেমনটা ভাবছেন, তেমনটা নয়।

শুনুন তাহলে ঘটনার পেছনের গল্প।

মামুন আর লায়লা, পাড়ার সবার কাছে তারা এক অদ্ভুত জুটি। একজন আরেকজনকে দেখলেই তেড়ে আসে, যেনো জন্মশত্রু। কিন্তু গতকাল বিকেলে ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। মামুনের বাড়ির উঠানে বসে লায়লা তার নতুন কেনা মোবাইল ফোন দেখছিল। পাশেই ছিল মামুন। হঠাৎ করে লায়লার ফোনটা হাত থেকে পড়ে গেল এবং সেটা নিতে গিয়ে মামুন একেবারে সটান লায়লার সামনে হুমড়ি খেয়ে পড়লো।

শুরুটা যদিও হাসি তামাশার ছিল, কিন্তু তারপর যা হলো তা ইতিহাসে লেখা থাকবে।

মামুন ফোনটা ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে সোজা লায়লার ঠোঁটে এক 'চুমু বোমা' মেরে দিলো। লায়লা বেচারি প্রথমে কিছু বুঝে উঠতে পারলো না। পরে যখন ঘটনার মর্ম উদ্ধার করলো, তখন তার চিৎকার আর থামে না।

চিৎকার শুনে পাড়ার সকলে ছুটে এলো। অনেকে ভেবেছিল লায়লা হয়তো কোনো ভূত দেখেছে। কিন্তু যখন লায়লা হাঁপাচ্ছে আর বলছে, "মামুন আমাকে চুমু খেয়েছে!", তখন পাড়ার ছেলেদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কেউ কেউ মামুনকে ‘সিরিয়াল কিসার’ বলে ডাকতে শুরু করলো।

এদিকে মামুন বেচারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। যেনো সে কোনো অপরাধ করে ফেলেছে। পরে জানা গেল, মামুন আসলে ফোনটা ধরতে চেয়েছিল, কিন্তু তার পাড়ার বন্ধুদের ভাষায়, "মামুনের চুমুটা ছিল অনেকটা মেসি'র গোল করার মতো, একেবারে নিখুঁত।"

স্থানীয় প্রত্যক্ষদর্শী, রিকশা চালক মফিজ বলেন, "ভাই, এমন কাণ্ড জীবনেও দেখি নাই। সিনেমার মতো সব হইলো। মনে হইলো, পরিচালক যেনো একশন বলার আগেই সিন শুরু করে দিছে।"

সবকিছু দেখে মনে হচ্ছে, এই ঘটনার পর মামুন এবং লায়লার মধ্যে নতুন এক সম্পর্ক তৈরি হতে চলেছে। প্রেম না হোক, অন্তত ঝগড়ার একটা নতুন কারণ তো পাওয়া গেল।

আর এই ছিলো আজকের বালের খবর! আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো উদ্ভট কাণ্ড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, হাসিতে থাকুন।



শেয়ার করুন

Author:

বালেরখবর.কম - পাঠকদের মনোরঞ্জন এবং চটকদার খবর পরিবেশন, প্রয়োজনে সঠিক তথ্যও তুলে ধরা।

0 coment rios:

আপনার মতামত দিন